

অনলাইন ডেস্ক :
গত ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সপ্তাহে তিনজনের মৃত্যু হলো ডেঙ্গুতে।
আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে—১৩৬ জন।
এদিকে রবিবারের তথ্য মতে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩২ জনের মৃত্যু হয়েছে।
















