এইচএসসি ও সমমানের প্রথম দিনে অনুপস্থিত ২০ হাজার, বহিষ্কার ৪৩ জন

অনলাইন ডেস্ক :

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার প্রথম দিনে সারাদেশে অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৭৫৯ পরীক্ষার্থী। এদিন অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৪৩ পরীক্ষার্থীকে। এদের মধ্যে ৬ জন এইচএসসি, ২৪ জন আলিম এবং ১৩ জন কারিগরির শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৬ জুন) পরীক্ষা শেষে এই তথ্য জানায় আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

জানা গেছে, বৃহস্পতিবার এইচএসসির নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে বাংলা (আবশ্যিক) ১ম পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৯ লাখ ৩২ হাজার ৭৯০ জন। ১ হাজার ৬০০ টি কেন্দ্রের মধ্যে পাওয়া ১ হাজার ৫৯৯টি কেন্দ্রের তথ্য অনুযায়ী এদিনের পরীক্ষায় অংশ নেন ৯ লাখ ১৮ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী এবং অনুপস্থিত ছিলেন ১৪ হাজার ৫১৩ জন।

এদিন এইচএসসি পরীক্ষায় অনুপস্থিতির হার ১ দশমিক ৫৬ শতাংশ। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত ৬ জনের ১ জন রাজশাহীর, ১ জন বরিশালের, ৩ জন কুমিল্লার এবং ১ জন ময়মনসিংহ বোর্ডের।

এইচএসসির ১ম দিনের পরীক্ষায় ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৩২৬ জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ২৩০ জন, রাজশাহী বোর্ডে ১ হাজার ৮৬৭ জন, বরিশাল বোর্ডে ১ হাজার ২৯ জন, সিলেট বোর্ডে ৮২৪ জন, দিনাজপুর বোর্ডে ১ হাজার ২৯১ জন, কুমিল্লা বোর্ডে ২ হাজার ৪২৮ জন, ময়মনসিংহ বোর্ডে ৮৮০ জন ও যশোর বোর্ডে ১ হাজার ৬৩৮ জন পরীক্ষার্থী।

মাদরাসা বোর্ডের আলিম পরীক্ষার প্রথম দিনে সারাদেশের ৪৫৯টি কেন্দ্রে কুরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৮৪ হাজার ৩১৭ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ১২১ জন এবং অনুপস্থিত ছিলেন ৪ হাজার ১৯৬ জন। অনুপস্থিতির হার ৪ দশমিক ৯৮ শতাংশ। অসদুপায় অবলম্বন করায় ২৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে এ দিনের বিএম ও বিএমটি, ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্সের দ্বাদশ শ্রেণীর বাংলা-২, একাদশ শ্রেণির বাংলা-১ পরীক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সারাদেশের ৭৩৩টি কেন্দ্রে ৯৮ হাজার ৯২৪ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। তবে পরীক্ষায় অংশ নিয়েছেন ৯৭ হাজার ৮৭৪ জন এবং অনুপস্থিত ছিলেন ১ হাজার ৫০ জন। অনুপস্থিতির হার ১ দশমিক ০৬ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *