সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৬১৬ জন

অনলাইন ডেস্ক :

 

দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৬১৬ জন অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে এক হাজার ৬০ জন।

শুক্রবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করছেন।

তিনি জানান, দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৬১৬ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ৬০ জন ও অন্যান্য অপরাধে গ্রেফতার আরও ৫৫৬ জন। এ ছাড়া অভিযানে বিদেশি পিস্তল, শটগানের কার্তুজসহ অপরাধমূলক কাজে ব্যবহৃত অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *