১৫ জুলাই থেকে ইউটিউবে নতুন নিয়ম চালু হচ্ছে

অনলাইন ডেস্ক :

চলতি বছরের ১৫ জুলাই থেকে ইউটিউব তাদের নিয়মে বদল আনতে চলেছে। ইউটিউবের সঙ্গে এখন অনেক মানুষের রুটি-রুজি জড়িয়ে রয়েছে। ফলে এই নতুন নিয়ম সম্পর্কে অনেক ইউ টিউবারের জেনে রাখা প্রয়োজন।

সারা বিশ্বে কয়েক কোটি মানুষ এখন ইউ টিউবে কন্টেন্ট ক্রিয়েটর। অনেক মানুষ এখন ইউ টিউবে কেরিয়ারের সন্ধান খুঁজছেন। অনেকে চাকরি ছেড়ে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সাফল্যও পেয়েছেন। বিশ্বজুড়েই ইউ টিউব এখন জনপ্রিয় এক প্ল্যাটফর্ম।

ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে ইউটিউবের জনপ্রিয়তা সারা বিশ্বে তুঙ্গে। তবে অনেক ইউটিউবার রয়েছেন যারা অসৎ উপায় অবলম্বন করেন। আর তাদের জন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটররা সমস্যায় পড়ছেন। এই সমস্যা দূর করতেই এবার উঠেপড়ে লেগেছে ইউ টিউব কর্তৃপক্ষ।

১৫ জুলাই থেকে ইউটিউবাররা আর তাদের পুরনো ভিডিও দ্বিতীয়বার আপলোড করে নতুন করে আয় করতে পারবেন না। যারা ভালো ভিডিও আপলোড করেন তাদের সুরক্ষা প্রদান এবং প্ল্যাটফর্মের অপব্যবহার বন্ধ করার উদ্দেশ্য নিয়েই এমন সিদ্ধান্ত ইউ টিউব কর্তৃপক্ষের।

অনেক ইউটিউবাররাই তাদের চ্যানেলে এখনও পুরনো ভিডিও আপলোড করেন। সেই সব ভিডিও রমরমিয়ে চলে। আর তারা সেই পুরনো ভিডিও থেকে নতুন করে আয়ও করেন। তবে এবার সেসব রাস্তা বন্ধ। 

অনেক ইউটিউবার আবার অন্য ইউ টিউবারদের ভিডিও থেকে ফুটেজ নিয়ে নিজেদের চ্যানেলে আপলোড করেন। এই কাজ বন্ধ করতেও তৎপর ইউটিউব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *