

এসকে, কুষ্টিয়া :
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুষ্টিয়ায় জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ জুলাই শুক্রবার বিকেলে কুষ্টিয়া পৌর চত্বর থেকে শুরু হয়ে বড়বাজারে গিয়ে এই মৌন মিছিলটি শেষ হয়।
মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, জেলা বিএনপির সদস্য আব্দুল মঈদ বাবুল, পৌর বিএনপির সভাপতি একে বিশ্বাস বাবু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, এবং বিএনপির সদস্য ও সাবেক জেলা যুবদলের সমন্বয়ক আব্দুল মাজেদ প্রমুখ।
এর আগে বাদ জুমা কুষ্টিয়ার কোর্ট স্টেশন মসজিদে শহীদদের স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।












