

অনলাইন ডেস্ক :
ফুটবল বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর লড়াইয়ের একটি আয়োজনের অপেক্ষা শেষ হতে চলেছে! দক্ষিণ আমেরিকার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুটধারী স্পেন মুখোমুখি হতে যাচ্ছে ফিনালিসিমা ২০২৬-এ। দীর্ঘ প্রতীক্ষা ও জল্পনা-কল্পনার পর অবশেষে এই মহাদেশীয় শিরোপার লড়াইয়ের সময় নির্ধারিত হয়েছে।
আর্জেন্টিনা ও স্পেনের ফুটবল ফেডারেশন (এএফএ এবং আরএফইএফ) এবং উয়েফা ও ফিফার সম্মতিতে এই ম্যাচটি ২০২৬ সালের ১৭ থেকে ২৫ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে।
২০২৪ সালে কোপা আমেরিকা জয়ের মাধ্যমে আর্জেন্টিনা তাদের অপ্রতিরোধ্য ফর্মের প্রমাণ দিয়েছে। লিওনেল মেসির নেতৃত্বে আলবিসেলেস্তেরা টানা দ্বিতীয়বার কোপা শিরোপা জিতে ফিনালিসিমায় খেলার যোগ্যতা অর্জন করে। অন্যদিকে, ইউরো ২০২৪-এর চ্যাম্পিয়ন স্পেন তরুণ প্রতিভা লামিনে ইয়ামালের নেতৃত্বে ঝড় তুলেছে, যিনি ফুটবল বিশ্বে মেসির উত্তরসূরী হিসেবে আলোচিত। এই দুই তারকার মুখোমুখি লড়াই ফুটবল পাগল ভক্তদের জন্য এক অনন্য উপলক্ষ হতে যাচ্ছে।
ফিনালিসিমা ম্যাচটি আয়োজনের জন্য প্রাথমিকভাবে ২০২৫ সালে চিন্তাভাবনা করা হলেও, আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ত সূচি, বিশেষ করে বিশ্বকাপ বাছাইপর্ব এবং উয়েফা নেশনস লিগের কারণে এটি সম্ভব হয়নি। স্পেনের জন্য বাছাইপর্ব নভেম্বর পর্যন্ত চলবে, যা তাদের সূচিকে আরও জটিল করেছে।
তবে আর্জেন্টিনা ইতোমধ্যে লাতিন অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করায় তাদের জন্য সময়টা তুলনামূলকভাবে সুবিধাজনক। ফিফা এবং সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর আলোচনার পর ম্যাচটি ২০২৬ সালের মার্চে বিশ্বকাপ প্লে-অফের আন্তর্জাতিক উইন্ডোতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। তবে লন্ডন এই ম্যাচ আয়োজনের জন্য প্রস্তাব দিয়েছে, যেখানে ২০২২ সালে আর্জেন্টিনা ইতালিকে ৩-০ গোলে হারিয়ে ফিনালিসিমা জিতেছিল। এছাড়া কাতার ও সৌদি আরব থেকেও আকর্ষণীয় প্রস্তাব এসেছে, যা আয়োজকদের বিবেচনায় রয়েছে।
এই ম্যাচ শুধু শিরোপার লড়াই নয়, ইতিহাসের নিষ্পত্তিরও একটি মঞ্চ। আর্জেন্টিনা ও স্পেন এর আগে ১৪ বার মুখোমুখি হয়েছে, যেখানে দুই দলই ৬টি করে জয় পেয়েছে এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। ফিনালিসিমা ২০২৬-এর জয়ী দল তাই মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও এগিয়ে যাবে।
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এবং স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে উভয়েই এই ম্যাচ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। স্কালোনি বলেন, ‘এটি একটি চ্যালেঞ্জিং ম্যাচ হবে। স্পেন অসাধারণ ফর্মে আছে, তবে আমরা প্রস্তুত।’ অন্যদিকে, স্পেনের তরুণ তারকা ইয়ামালের প্রতি ভক্তদের আগ্রহ তুঙ্গে। ফলে মেসি-ইয়ামালের এই দ্বৈরথ ফুটবল বিশ্বে নতুন ইতিহাস রচনার অপেক্ষায় রয়েছে।












