

অনলাইন ডেস্ক :
গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ডেঙ্গু শনাক্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৯৩ জন।
এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭৯ জন। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৩১৬ জন।
গত ২৪ ঘণ্টায় যিনি মারা গেছেন, তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, জুলাইয়ে এখন পর্যন্ত ১০ হাজার ২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ৩৭ জন।















