দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু ২ জনের,আক্রান্ত আরো ৩৯৩

অনলাইন ডেস্ক :

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৩৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন করে দুজনের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১০৬ জন, চট্টগ্রাম বিভাগে ৬৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬২ জন, ঢাকা উত্তর সিটিতে ২৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৯ জন, খুলনা বিভাগে ২৩ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৪৫ জন এবং রংপুর বিভাগে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছে ১৯ হাজার ৩২৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ২০ হাজার ৭০২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৮১ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *