৩ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস : আবহাওয়া অধিদপ্তর

অনলাইন ডেস্ক :

দেশের তিন বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামীকাল সন্ধ্যা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় এই বৃষ্টি হতে পারে।

শুক্রবার (১ আগস্ট) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামীকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী (১৮৮ মিমি) বর্ষণ হতে পারে।

এর আগে আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, মৌসুমি লঘুচাপের কেন্দ্র ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশের খুলনা ও রাজশাহী বিভাগের সীমান্তের ওপর অবস্থান করছে। এই লঘুচাপের প্রভাবে দেশের ৮টি বিভাগের বেশিরভাগ জেলার ওপরে দিনের বিভিন্ন সময় ভারি বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। এছাড়া অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে সিলেট, ময়মনিসংহ ও চট্টগ্রাম বিভাগের ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলোয়।

তিনি বলেন, নিম্নলিখিত জেলাগুলোর ওপর ভারী বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

ময়মনসিংহ বিভাগ: সব জেলার ওপর ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে দিনের বিভিন্ন সময়ে। বিশেষ করে বেলা ১১টার পর থেকে দুপুর ২টার মধ্যে জামালপুর ও ময়মনসিংহ জেলা এবং দুপুর ১টার পর থেকে বিকেল ৬টার মধ্যে নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার ওপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

চট্টগ্রাম বিভাগ: বেলা ১১টার পর থেকে দুপুর ২টার মধ্যে কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ভারী মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে দুপুর ১টার পর থেকে বিকেল ৬টার মধ্যে।

সিলেট বিভাগ: আজ প্রায় সারা দিন সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার উত্তর দিকের মেঘালয় পর্বতের কাছাকাছি উপজেলাগুলোয় মাঝারি থেকে ভারী মানের বৃষ্টির প্রবল শঙ্কা রয়েছে। দুপুর ২টার পর থেকে বিকেল ৬টার মধ্যে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

খুলনা বিভাগ: বেলা ১১টার পর থেকে দুপুর ২টার মধ্যে যশোর, খুলনা, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

ঢাকা বিভাগ: বেলা ১১টার পর থেকে বিকেল ৪টার মধ্যে দক্ষিণ দিকের সব জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

বরিশাল বিভাগ: বরগুনা, ভোলা, পটুয়াখালী জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে বেলা ১১টার পর থেকে দুপুর ২টার মধ্যে।

রংপুর বিভাগ: বেলা ১১টার পর থেকে দুপুর ২টার মধ্যে দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলার ওপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

রাজশাহী বিভাগ: জয়পুরহাট, বগুড়া জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে বেলা ১১টার পর থেকে দুপুর ২টার মধ্যে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে দুপুর ১টার পর থেকে বিকেল ৬টার মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *