

ডিপি ডেস্ক :
মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখসহ অন্যান্য তথ্য না থাকা এবং লাইসেন্স ব্যতীত গ্যাস বিক্রির অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক।
সোমবার (১১ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা আরোপ ও আদায় করা হয়।ব্যবসায়ী প্রতিষ্ঠান তিনটি হলো- বুলবুল মিষ্টান্ন ও ফল ভাণ্ডার, নিপা এন্টারপ্রাইজ ও হক ট্রেডার্স।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অ.দা.) মোহাম্মদ মামুনুল হাসান সোমবার (১১ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযান সূত্রে জানা গেছে, মেহেরপুর উপজেলার কুলবাড়িয়া এলাকায় তিনটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে নিত্য প্রয়োজনীয় পণ্য, জ্বালানি গ্যাস, সার ও কীটনাশক তদারকি করা হয়।অভিযানে পণ্যে যথাযথভাবে মোড়কে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য না থাকায় বুলবুল মিষ্টান্ন ও ফল ভাণ্ডারের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৩৭ ধারা অনুসারে ৫ হাজার টাকা, যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক লাইসেন্স না নিয়ে গ্যাস বিক্রি করা ও যথাযথভাবে মোড়কে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য না থাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৭ ও ৫২ ধারা অনুসারে মেসার্স নিপা এন্টারপ্রাইজের মালিককে ২০ হাজার টাকা এবং একই ধরনের অপরাধে একই আইনের ৫২ ধারা অনুসারে হক ট্রেডার্সের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে তিনটি প্রতিষ্ঠানে সর্বমোট ৫৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। প্রতিষ্ঠানসমূহকে অভিযানকালে পরিলক্ষিত অন্যান্য ত্রুটিগুলো আগামী এক সপ্তাহের মধ্যে সংশোধনের নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির মেহেরপুর জেলা সহকারী পরিচালক (অ.দা.) মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানকালে নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম অভিযান পরিচালনার সহযোগিতা করেন।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মেহেরপুর জেলা কার্যালয়ের ওই কর্মকর্তা।












