সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৮৬৬ জন

অনলাইন ডেস্ক :

 

সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৮৬৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৩২০ আসামিকে এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৪৬ আসামিকে গ্রেফতার করা হয়।  

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন আজ এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ একযোগে অভিযান চালিয়ে ১ হাজার ৮৬৬ জন আসামিকে গ্রেফতার করেছে। এ সময় একটি বিদেশি রিভলভার এবং তিন রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।  

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *