

ডিপি ডেস্ক :
ঢাকার ধামরাইয়ে দ্বিতীয় শেণি পড়ুয়া ৮ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নাম রিফাত হোসেন (১৮)। রিফাত হোসেন সূতিপাড়া ইউনিয়নের ছোট কালামপুর গ্রামের লিটন মিয়ার ছেলে। ঘটনার পর রিফাত পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে পিটুনি দিয়েছে স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে ছিল দ্বিতীয় শ্রেণির পড়ুয়া ৮ বছরের এক শিশু। ওই সময় প্রতিবেশী রিফাত হোসেন নামের এক যুবক ওই কক্ষে গিয়ে তাকে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালান। ওই ছাত্রীর চিৎকারে দৌড়ে পালিয়ে যান রিফাত। ঘটনাটি জানাজানি হলে রিফাতকে ধরে এলাকাবাসী মারধর করে ছেড়ে দেয়।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে আপস-মীমাংসার চেষ্টা চলছে। নির্যাতনের শিকার শিশুটির মা বলেন, আমার মেয়ে এখনো ভয়ে আছে। আমি রিফাতের বিচার চাই।তিনি আরো জানান, রিফাত এর আগেও আরেক প্রতিবেশী এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালান।এ বিষয়ে রিফাতের বাবা লিটন মিয়ার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ধর্ষণ কিংবা ধর্ষণের চেষ্টার ঘটনা আপসযোগ্য নয়। তবে বিষয়টি জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









