ভাস্কর্য ভাঙচুর রিমান্ড শেষে ২ মাদ্রাসা ছাত্রকে জেলে প্রেরণ

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও ভাঙচুরের ঘটনার মামলায় গ্রেফতার দুই মাদ্রাসা ছাত্র আবু বকর মিঠুন, ১৮ ও সবুজ ইসলাম নাহিদ, ২০ কে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের জিজ্ঞাসাবাদ মেষে তাদেরকে জেরে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ৫ দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক নিশিকান্ত সরকার রোববার ৪ টার দিকে আসামিদের আদালতে সোপর্দ করেন।
এর আগে শনিবার মামলার অপর দুই আসামি মাদ্রাসা শিক্ষক আল-আমিন ও ইউসুফ একই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তারা বর্তমানে জেলে।

পুলিশের একটি সুত্র জানায় তারা পুলিশের কাছে ১৬১ ধারায় বিষয়টি স্বীকার করে। জিজ্ঞাসাবাদে দুজন জানায় তারা মওলানা মামুনুল হক ও মওলানা ফয়জুল হকের ভাস্কর্য বিরোধী বক্তব্য থেকেই উদ্বুব্ধ হয়ে এ কাজ করেছে। তারা দুজনেই এই পরিকল্পনা বানায় বলে জানায়।

সন্ধ্যায় এব প্রশ্নের জবাবে কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভির আরাফাত গণমাধ্যমকে জানান মওলানা মামুনুল হক ও মওলানা ফয়জুল হককে এই মামলায় আসামী করা হবে কিনা সেটা আরো তদন্ত সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *