

অনলাইন ডেস্ক :
সীমান্ত থেকে প্রায় ১৭৭ কোটি ২১ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের দাবির মধ্যে ৩টি দেশি/বিদেশি পিস্তল, ১টি রিভলবার, ১টি এসএমজি, ৩টি রাইফেল, ১৬টি ম্যাগাজিন, ৮১৫ রাউন্ড গোলাবারুদ এবং ৮টি অন্যান্য অস্ত্রও রয়েছে। গেল মাসে তারা দেশের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব অস্ত্র জব্দ করেছে।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে বিজিবির মিডিয়া বিভাগের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন দাবি করা হয়েছে।
বিজিবি জানায়, জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ১৩ কেজি ৪৪০ গ্রাম স্বর্ণ, ১৮ কেজি ৭৩০ গ্রাম রূপা, ৮৭৩৯টি শাড়ী, ৪৯০৩টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৩৯৭৭টি তৈরি পোশাক, ৯৬০৩ মিটার থান কাপড়, ৪,৪১,১৭২টি কসমেটিকস সামগ্রী, ৪১,৩৩১ পিস ইমিটেশন গহনা, ১৪,০১,৫১৩টি আতশবাজি, ৪৫৪৬ ঘনফুট কাঠ, ২১৯৪ কেজি চা পাতা, ৭৩২১ কেজি সুপারি, ১৩৭৬ কেজি সার, ৪৫,৫৫০ কেজি কয়লা, ৫৩,৫৪৫ কেজি সুতা/কারেন্ট/দুয়ারি জাল, ৮৬৫টি মোবাইল, ৬৭০৭টি মোবাইল ডিসপ্লে, ২০,১০৪টি চশমা, ৭২২০ পিস যানবাহনের যন্ত্রাংশ, ৭৩১৮ কেজি জিরা, ১৪,৩৭৩ কেজি চিনি, ৪৪৬৭ কেজি পেঁয়াজ, ৮৩৮৮ কেজি রসুন, ১০৬২ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ২,৮৯,৯৬১ পিস চকোলেট, ১২টি ট্রাক/কাভার্ড ভ্যান, ১৩টি পিকআপ/ট্রাক্টর, ১টি ট্রলি, ৬টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ১৫৬টি নৌকা, ৪০টি সিএনজি/ইজিবাইক, ৫৬টি মোটরসাইকেল এবং ৩৫টি বাইসাইকেল/ভ্যান।
জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ১২,৩৭,৬৯৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ কেজি ৬০১ গ্রাম হেরোইন, ৭,৮৮৮ বোতল ফেনসিডিল, ৯,৫২৫ বোতল বিদেশি মদ, ১৬৭ লিটার বাংলা মদ, ৫৭৭ ক্যান বিয়ার, ১৫৪৮কেজি গাঁজা, ২,৫৫,৬৯৮ প্যাকেট বিড়ি ও সিগারেট, ২০২ কেজি তামাক পাতা, ২০ বোতল এলএসডি, ১,৭৪,৭১৫টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৪,১৪৫ বোতল ইস্কাফ সিরাপ, ২০,৭২০টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ১৮,০৭,৪৯০টি বিভিন্ন প্রকার ওষুধ ও অন্যান্য ট্যাবলেট।
সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২০৯ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৬০ জন বাংলাদেশি নাগরিক ও ১১ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৫৪৬ জন মিয়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত দিয়েছে তারা।














