

কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া শহরে অটোরিকশার সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে দেবরা খানম সারিকা (৩০)নামে এক আইনজীবী নিহত হয়েছেন।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এতে অটোরিকশা চালকসহ আরও দুইজন আহত হন।
নিহত দবোরা খানম সারিকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সদস্য ও শহরতলীর উপজেলা মোড় এলাকার বাসিন্দা।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা মোড় এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা হঠাৎ মহাসড়কে উঠে গেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী এন আর পরিবহনের বাস সেটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন অ্যাডভোকেট সারিকাসহ আরও দু’জন।স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আইনজীবী সারিকাকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার হোসেন ইমান জানান, সকালে দুর্ঘটনায় আহত তিনজনকে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজন নারী মারা গেছেন। অপর দুইজন চিকিৎসাধীন আছেন এবং তারা আশঙ্কামুক্ত।
কুষ্টিয়া মডেল থানার ওসি মোশারফ হোসেন দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।











