আইফোন ১৭ সিরিজের উন্মোচন হতে পারে আজ

অনলাইন ডেস্ক :

অ্যাপলের ‘অও-ড্রপিং ইভেন্ট’ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ইভেন্টে কম্পানিটির নতুন পণ্য উন্মোচন করার সম্ভাবনা রয়েছে।
গত মাস অ্যাপল কম্পানির সিইও টিম কুক একটি থার্মাল ক্যামেরার ছবির নমুনায় এ ইভেন্টের লোগো প্রকাশ করেছেন। তিনি এটিকে ‘অও-ড্রপিং ইভেন্ট’ হিসেবে আখ্যায়িত করেন।

ক্যালিফোর্নিয়া ভিত্তিক কম্পানিটি এখন পর্যন্ত উন্মোচনের বিষয়ে গোপনীয়তা বজায় রেখেছে। তবে যথারীতি নতুন ডিজাইনের বিষয়ে গুঞ্জন বেড়েই চলেছে। প্রতিবেদন অনুযায়ী, এ ইভেন্টে আইফোন ১৭ সিরিজ প্রথমবার দেখানো হতে পারে।
৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সম্ভাব্য রাত ১১ টা অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট, অ্যাপল টিভি অ্যাপ ও অ্যাপলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘অও-ড্রপিং ইভেন্ট’ দেখা যাবে।

কুপার্টিনোর অ্যাপল পার্কের স্টিভ জবস থিয়েটার থেকে আনুমানিক ১ থেকে ২ ঘণ্টার এ অনুষ্ঠানটি প্রচারিত হবে।
ব্লুমবার্গের মতে, এ ইভেন্টে অ্যাপল চারটি নতুন আইফোন মডেল লঞ্চ করতে পারে। যার মধ্যে রয়েছে আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স ও আইফোন ১৭ এয়ার।

পাঁচ বছর পর প্রথমবারের মতন আইফোনের নতুন ডিজাইন প্রকাশ হতে পারে।যদিও এই তথ্য এখনো অনুমানমূলক। গুঞ্জন রয়েছে, আইফোন ১৭ এর মডেল আগের বছরগুলোর মতোই কিছু পুনরাবৃত্তিমূলক আপডেট পেতে পারে। তবে এর প্রধান পরিবর্তন হতে পারে স্ক্রিন, যা ৬.১ ইঞ্চি থেকে ৬.৩ ইঞ্চি হতে পারে (আইফোন ১৬ প্রো-এর সমান)।আইফোন ১৭ প্রো ও প্রো ম্যাক্স এর ডিজাইনে বড় পরিবর্তন আসতে পারে। এতে গুগল পিক্সেল ১০ এর মতো একটি আয়তাকার ক্যামেরা বাম্প থাকতে পারে।

যেখানে তিন ক্যামেরার ত্রিভুজ আকৃতি থাকবে। সামনের ও পেছনের ক্যামেরার উন্নতি হতে পারে। কিছু প্রতিবেদন অনুসারে ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেল সেন্সর ও টেলিফটো জুম লেন্স থাকতে পারে। ডিভাইসটিতে থার্মাল ক্যামেরা বা ভ্যাপার-চেম্বার কুলিং আপগ্রেড থাকতে পারে।

এই মডেলগুলো পাঁচটি রঙে আসতে পারে, কালো, সাদা, ধূসর, ডার্ক ব্লু ও কমলা। এ ছাড়া একই দিনে অ্যাপল ওয়াচ সিরিজ ১১, অ্যাপল ওয়াচ আলট্রা ৩, এয়ারপডস প্রো ৩ এর উন্মোচনও হতে পারে।

আইফোন ১৭ এর প্রি-অর্ডার শুরু হতে পারে ১২ সেপ্টেম্বর থেকে ও ১৯ সেপ্টেম্বর থেকে পাওয়া যেতে পারে।সূত্র:এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *