দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস : আবহাওয়া অধিদপ্তর

অনলাইন ডেস্ক :

 

দেশের আটটি বিভাগের সবকটিতেই আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত এবং মাঝারি ধরনের ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অফিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই বৃষ্টিপাতের ধারা কয়েকদিন ধরে অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে শনিবার (২৭ সেপ্টেম্বর) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে উপকূলীয় অঞ্চলগুলোর পাশাপাশি চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগের অনেক জায়গায় তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, বুধবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ওইদিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন থাকবে না।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শনিবার সন্ধ্যার পরও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকবে। রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর সঙ্গেও কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় রয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, ওই লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে। এছাড়া মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়া অফিসের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, সামনের দিনগুলোতেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এজন্য জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *