

ডিপি ডেস্ক :
দুবলার চরের সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসব ঘিরে হরিণ নিধনে মেতে উঠেছিল শিকারি চক্র। বন বিভাগের পৃথক তিনটি অভিযানে রেঞ্জের বিভিন্ন এলাকা থেকে আটক হয়েছে ৪২ জন হরিণ শিকারি। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ হরিণ ধরা ফাঁদ ও ট্রলারসহ বিভিন্ন মালপত্র। আলোরকোলের ডিমের চর এলাকায় অভিযান চলাকালে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেবের ওপর হামলা চালায় একদল শিকারি।














