মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

মেহেরপুর প্রতিনিধি :

 

মেহেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযান চালিয়ে সুপার ফুড নামের একটি বেকারিতে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার দুপুরে মেহেরপুর কাথুলী রোডের ছহি উদ্দিন ডিগ্রি কলেজের কাছে সুপার ফুড জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন। 

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ  জানান, অস্বাস্থ্যকর পরিবেশ, কর্মচারীদের স্বাস্থ্য সনদ, খাবারে নিষিদ্ধ উপকরণ মেশানো ও মেয়াদ উত্তির্ণের তারিখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২, ৪৩ ও ৪৪ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এসময় জেলা কৃষি বিপনন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদসহ জেলা পুলিশের একটি টিম সেখানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *