বিনোদন ডেস্ক : ফের কলকাতা শহরে যৌন হয়রানির শিকার হলেন টলিউড অভিনেত্রী। ঘটনায় বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই অভিনেত্রী। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তদের ধরতে পারেনি পুলিশ। তবে অভিনেত্রী জানিয়েছে, চেষ্টা চলছে। খুব শীঘ্রই ধরা পড়বে তারা।
ঘটনাটি ঘটে দিন কয়েক আগে। গাড়ি চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন টলিউডের সেই অভিনেত্রী। আচমকা রাস্তায় কয়েকজন ছেলে তাঁকে কটূক্তি করতে শুরু করে। প্রথমে বিষয়টিকে পাত্তা দেননি তিনি। নিজের মনেই গাড়ি চালাতে থাকেন। কিন্তু তারপর পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে বেরিয়ে যেতে থাকে। অভিনেত্রীর গাড়িটি ওভারটেক করে এগিয়ে যেতে চাইছিল ইভটিজারের দল। তবে সেই সুযোগ দেননি অভিনেত্রী। তিনি গাড়ি চালিয়ে যেতে থাকেন।
কিন্তু হঠাৎই গাড়ির গতি বাড়িয়ে দেয় অভিযুক্তরা। সরু রাস্তায় ঘণ্টায় প্রায় ৯০ কিলোমিটার বেগে গাড়ি ছুটিয়ে অভিনেত্রীকে ওভারটেক করে। তখনই গাড়ির বামপাশে যে ছেলেটি বসছিল, সে অভিনেত্রীর দিকে তাকিয়ে কুরুচিপূর্ণ ইঙ্গিত করে। মুখে অশালীন ভাষাও বলে।
এই ঘটনার পর আর ঝুঁকি নেননি অভিনেত্রী। ১০০ নম্বরে ডায়াল করে অভিযোগ জানান। তারপরই গাড়িটিকে চেজ করতে থাকেন তিনি। সামনের একটি সিগন্যালে এসে গাড়িটি ধরেও ফেলেন। নিজের গাড়িটি পেছনে নিয়ে গিয়ে মোবাইলে অভিযুক্তদের গাড়ির নাম্বার প্লেটের ছবি তোলেন তিনি। তখন সামনের গাড়ি থেকে একজন গোটা বিষয়টি দেখতে পায়। সময় নষ্ট না করে সিগন্যাল খোলামাত্রাই পগার পার হয়ে যায় তারা।
এরপর পুলিশে অভিযোগ দায়ের করেন ওই অভিনেত্রী। তবে তাঁর আশঙ্কা, তাঁর সঙ্গে যা ঘটেছে, আরও বেশি কিছু ঘটতে পারত। তিনি যদি পায়ে হেঁটে আসতেন, তাহলে কতটা নিরাপদ হতেন, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অভিনেত্রী। তবে পুলিশের উদ্যোগের প্রশংসা করেছেন তিনি। জানিয়েছেন, অভিযোগ জানানোর পর থেকে এখনও পর্যন্ত পুলিশ তাঁকে যথেষ্ট সাহায্য করেছে।
সূত্র: সংবাদ প্রতিদিন