অনলাইন ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর মগবাজারস্থ ইনসাফ বারাকাহ হাসপাতাল আয়োজন করেছে দুই দিন ব্যাপি ফ্রি মেডিক্যাল ক্যাম্প। এই ক্যাম্পে রোগী দেখাতে কোন প্রকার ফি লাগবে না।
এছাড়াও ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিনামূল্যে রোগী দেখা হবে। এ সময় ৫ জন দরিদ্র শিশুকে বিনামূল্যে সুন্নতে খাতনা করানো হবে। ক্যাম্প চলাকালীন সময়ে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হবে এবং ৪টি পরীক্ষা (সিবিসি, ইউরিন আরই, সিরাম ক্রিয়েটিনিন, আল্টাসনোগ্রাম) করা যাবে এক হাজার টাকায়। অন্যান্য পরীক্ষা নিরিক্ষায়ও ৫০ ভাগ ছাড় দেয়া হবে।
চিকিৎসা পরামর্শ দিবেন প্রফেসর ডা. এম ফখরুল ইসলাম, অধ্যাপক ডা. মো. দৌলতুজ্জামান, অধ্যাপক ডা. মেহেরুন নেসা, অধ্যাপক ডা. জাহেদ হোসেনসহ ২১ জন বিশেষজ্ঞ চিকিৎসক।
হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম জানান, সামাজিক দায়বন্ধতার অংশ হিসেবে ও জনগণের মাঝে ব্যাপক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা বিভিন্ন দিবসে এই রকম ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে থাকি।