রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘন, এক দিনে ১৫৩৮ মামলা

অনলাইন ডেস্ক :

 

রাজধানীতে এক দিনে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে এক হাজার ৫৩৮টি মামলা হয়েছে। এসব মামলায় ৬২ লাখ ২৬ হাজার ২০০ টাকাও জরিমানা করা হয়েছে।

 

গত সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা করে। এ সময় ৭২টি গাড়ি ডাম্পিং ও ৩৪টি গাড়ি রেকার করা হয়।

 গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানান ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।
এর আগে রবিবার ডিএমপির ট্রাফিক বিভাগ এক হাজার ৩৮৬টি মামলা দেয় এবং জরিমানা করে ৫৫ লাখ ৪৩ হাজার টাকা। এ ছাড়া ওই দিন অভিযানে ৯৭টি গাড়ি ডাম্পিং ও ২৫টি গাড়ি রেকার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *