রাজবাড়ী পদ্মার তীরে উদ্বোধন করা হলো পদ্মা পুলক পর্যটন কেন্দ্র

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীর ঐতিহ্যবাহী পদ্মা নদীর তীরে গোদার বাজার ঘাট এলাকায় উদ্বোধন করা হয়েছে নতুন পর্যটন কেন্দ্র ‘পদ্মা পুলক’। শুক্রবার (৬ জুন) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে ও রাজবাড়ী পৌরসভার তত্ত্বাবধানে গড়ে ওঠা এ পর্যটন কেন্দ্রটি উদ্বোধন করা হয়।

আকর্ষণীয় এ পর্যটন কেন্দ্রটি উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও রাজবাড়ী পৌরসভার প্রশাসক মাজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবু রাসেল এবং স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান।

পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসার জন্য ‘পদ্মা পুলক’ এখন এক নতুন গন্তব্য। এ পর্যটন কেন্দ্রে রয়েছে শিশুদের জন্য আনন্দঘন বিনোদন ব্যবস্থাপনা, নৌকায় পদ্মা নদীতে মনোরম ভ্রমণের সুযোগ, রকমারি খাবারের ব্যবস্থা, কেনাকাটার জন্য আকর্ষণীয় দোকান ও দর্শনার্থীদের জন্য তৈরি ‘পদ্মা পুলক সেলফি স্ট্যান্ড’।

নতুন এ পর্যটন কেন্দ্র উদ্বোধন সম্পর্কে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ‘পদ্মা নদীর তীর রাজবাড়ীর মানুষের আবেগ ও ইতিহাসের অংশ। তাই এই এলাকাকে পর্যটন কেন্দ্র হিসেবে উন্নত করতে ধারাবাহিক কাজ করা হচ্ছে।

ইতোমধ্যে সেলফি স্ট্যান্ড, টয়লেট, সিমেন্টের ছাতা ও বসার জন্য সিট নির্মাণ সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে আরো উন্নয়ন কাজ হাতে নেওয়া হবে।’ 

এ ছাড়া উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তারিফ-উল-হাসান, এনডিসি নাহিদ আহমেদ সহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *