ঝিনাইদহের মহেশপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১১ জন

ডিপি ডেস্ক :

ঝিনাইদহের মহেশপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার শিক্ষক সমিতি ভবনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবগঠিত উপজেলা কমিটি ও জেলা কমিটির সাবেক নেতাদের সৌজন্য সাক্ষাতের সময় বাপ্পি গ্রুপ সেখানে হাজির হলে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

 

এতে অন্তত ১১ জন আহত হন।পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে।

 

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আহত সকলকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।

 

ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু হুরায়রা ও সদস্য সচিব সাইদুর রহমান জানান, তাদের মিটিং চলাকালীন এলাকায় ১৫/২০ জন সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।

 

খুব শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. বাপ্পি দাবি করেছেন, জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব পৌরসভার একটি ঠিকাদারী কাজের টাকা ভাগাভাগি করতে মহেশপুরে এসেছিল। তখন তারা তাদের বাধা দেয়। প্রদান করে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান সাজু বলেন, পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *