মোটরসাইকেলের ধাক্কায় মহাসড়কে ছিটকে পড়ে বিএনপি নেতার মৃত্যু

পাবনা প্রতিনিধি :

 

শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় মহাসড়কে ছিটকে পড়ে মো. আলম (৫৫) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টার দিকে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের গৌরিপুরে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আলম ঈশ্বরদী পৌর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাঁড়া গোপালপুরের গণি মন্ডলের ছেলে।

 

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আলম শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে রাস্তার পাশের চায়ের দোকানে চা পান করতে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন।

এ সময় ঈশ্বরদীর আড়মবাড়িয়া দিক থেকে যাওয়া একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দোকানে থাকা লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

লালপুর থানার ওসি নাছিম আহমেদ জানান, মোটরসাইকেল ফেলে রেখে চালক পালিয়েছে।

মোটরসাইকেলটিকে উদ্ধার করে লালপুর থানায় নিয়ে আসা হয়েছে। নিহত আলমের পরিবার বাদী একটি এজাহার দিয়েছেন। মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *