

অনলাইন ডেস্ক :
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হতে পারে। আজ রোববার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরীক্ষার মূল ফল প্রকাশের পর ৩০ দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের ফলাফল দিতে হয়। সেই অনুযায়ী আমরা ১০ আগস্ট ফল প্রকাশের জন্য চিন্তাভাবনা করেছি। ফল পরিবর্তন হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মোবাইলে এসএমএস পাঠানো হবে এবং সংশোধিত ফল বোর্ডের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।
এর আগে, ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। শিক্ষার্থীরা টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে প্রতিটি বিষয়ের জন্য ১৫০ টাকা ফি দিয়ে আবেদন করে। ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবারে বোর্ডটিতে রেকর্ডসংখ্যক ৯২ হাজার ৮৬৩ শিক্ষার্থী মিলে মোট ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতার পুনর্নিরীক্ষণের আবেদন করেছে। গত বছরের তুলনায় আবেদনকারীর সংখ্যা প্রায় ২১ হাজার বেশি, আর খাতা চ্যালেঞ্জের সংখ্যা বেড়েছে প্রায় ৪০ হাজার।











