জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সে প্রমোশন ও মানোন্নয়নে নতুন নীতিমালা

অনলাইন ডেস্ক :

স্নাতক (অনার্স) পর্যায়ে প্রমোশন, মানোন্নয়ন ও ডিগ্রি প্রদানের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।রোববার (৯ নভেম্বর) গাজীপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, নিয়মটি ২০২৪–২৫ শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে।

নতুন নীতিমালা অনুযায়ী, এক বর্ষ থেকে পরবর্তী বর্ষে প্রমোশন পেতে হলে সংশ্লিষ্ট বর্ষের সব কোর্সের পরীক্ষায় অংশ নিতে হবে এবং কমপক্ষে ৫০ শতাংশ কোর্সে ন্যূনতম ‘ডি’ গ্রেড অর্জন করতে হবে। 

কোনো কোর্সে অনুপস্থিত থাকা বা ফেল করলে স্বয়ংক্রিয়ভাবে প্রমোশন পাওয়া যাবে না। তবে অন্য কোর্সে ন্যূনতম গ্রেড থাকলে শর্তসাপেক্ষে প্রমোশন দেওয়া হবে এবং অনুপস্থিত কোর্সে পরের বছর পরীক্ষায় অংশ নেওয়া বাধ্যতামূলক থাকবে।
মানোন্নয়ন পরীক্ষার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। প্রতি বর্ষে সর্বোচ্চ দুটি কোর্সে মানোন্নয়নের সুযোগ থাকবে এবং কেবল ‘সি’, ‘সি+’ বা ‘ডি’ গ্রেড পাওয়া কোর্সেই এটি করা যাবে।

মানোন্নয়ন পরীক্ষায় যত ভালো ফলই হোক না কেন, সর্বোচ্চ ‘এ-’ পর্যন্ত গ্রেড গণ্য হবে। তবে ‘এফ’ গ্রেড পাওয়া কোর্সে শিক্ষার্থীরা প্রয়োজনে একাধিকবার পরীক্ষা দিতে পারবে।
ডিগ্রি অর্জনের জন্য সব কোর্স, ব্যবহারিক, মৌখিক ও মাঠকর্ম পরীক্ষায় অংশগ্রহণ করে ন্যূনতম সিজিপিএ ২.০০ পেতে হবে। আর সিজিপিএ ৩.৭৫ বা তার বেশি অর্জনকারীদের ডিস্টিংশনসহ অনার্স ডিগ্রি দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *