

মটো কর্নার ডেস্ক :
আজকাল বাইক ব্যবহারকারীদের সবচেয়ে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে মাইলেজ। বিশেষ করে ক্রমবর্ধমান জ্বালানির দামের বাজারে বাইক থেকে সেরা মাইলেজ পাওয়া এখন অনেকের কাছেই চ্যালেঞ্জ। তবে কিছু সহজ বিষয় মেনে চললেই বাইকের পারফরম্যান্স যেমন বাড়বে, তেমনই জ্বালানির সাশ্রয়ও হবে।বাইক চালানোর অভ্যাসের মধ্যেই লুকিয়ে থাকে মাইলেজ বাড়ানো বা কমে যাওয়ার আসল কারণ।
এই বিষয়ে বাইক বিশেষজ্ঞ রুপম ইসলাম জানান, বাইকের টায়ার প্রেসার ঠিক রাখা মাইলেজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দুই সপ্তাহ অন্তর টায়ারের এয়ার প্রেসার পরীক্ষা করা উচিত। কম প্রেসারে টায়ার থাকলে ইঞ্জিনকে বেশি চাপ নিতে হয়, ফলে জ্বালানি খরচ বেড়ে যায়। এই ছোট ছোট বিষয় মেনে চললেই বাইক থেকে ভালো মাইলেজ পাওয়া সম্ভব।










