টাকা তুলতে পারছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

অনলাইন ডেস্ক :

একীভূত করে গঠন করা পাঁচ ব্যাংকের গ্রাহকরা স্বাভাবিক লেনদেন করতে পারছেন। একই সঙ্গে জমানো টাকা তুলতে পারছেন ব্যাংকগুলোর আমানতকারীরা।

ব্যাংকগুলোর কর্মকর্তারা জানান, আজকে থেকে স্বাভাবিক লেনদেন শুরু হয়েছে। সাধারণ গ্রাহকরা টাকা জমা দেওয়ার পাশাপাশি আমানত বিমার আওতায় দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারছেন।

গত মঙ্গলবার একীভূত ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরতের স্কিম বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা এখন থেকে দুই লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। চলতি বা সঞ্চয়ী হিসাবে দুই লাখ টাকার বেশি জমার ক্ষেত্রে পরবর্তী সময়ে প্রতি তিন মাস পর এক লাখ টাকা করে সাত লাখ টাকা তোলা যাবে। তবে কিডনি ডায়ালিসিস ও ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য হবে না।

টাকা উত্তোলনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন ব্যক্তি আমানতকারীরা।প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাত লাখ টাকার বেশি আমানত পাঁচ বছর মেয়াদিতে রূপান্তর হবে।

যেখানে ব্যাংক রেটের তুলনায় ১ শতাংশ কম তথা ৩ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে। আর ব্যক্তির ক্ষেত্রে দুই বছর পর সব টাকা তুলতে পারবেন। অবশ্য শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুয়িটি, জয়েন্ট ভেঞ্চার কম্পানি, বহুজাতিক কম্পানি, রেজল্যুশনের আওতাভুক্ত ব্যাংক ও ফাইন্যান্স কম্পানি এবং বিদেশি দূতাবাসগুলোর ক্ষেত্রে পর্যায়ক্রমে স্বাভাবিক লেনদেনের সুযোগ দেওয়া হবে।

চলতি ও সঞ্চয়ী হিসাবের বাইরে ব্যক্তি পর্যায়ের তিন মাসমেয়াদি আমানত স্বয়ংক্রিয়ভাবে আরো তিনবার নবায়নের পর তোলা যাবে। আর ছয় মাস থেকে এক বছরমেয়াদি দুবার নবায়নের পর তোলা যাবে।

প্রসঙ্গত, পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে একটি ব্যাংক গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। এসব ব্যাংক অধিগ্রহণ করবে নবগঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দীর্ঘদিনের অনিয়ম, তীব্র তারল্য সংকট এবং উচ্চমাত্রার খেলাপি ঋণের কারণে এসব ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ভেঙে পড়ে।

ফলে আমানতকারীদের অর্থ ফেরত নিশ্চিত করা এবং আর্থিক স্থিতিশীলতা রক্ষার স্বার্থে রেগুলেশন স্কিম বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *