
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : যশোর ঝিকরগাছায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের একপর্যায়ে মাথার চুল কেটে দিয়েছেন সাদ্দাম হোসেন (৩০)। মঙ্গলবার হাড়িয়া গ্রামের এ ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে সাদ্দামকে। নির্যাতনের দৃশ্য দেখে এলাকাবাসী তাকে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয় সূত্র জানায়, সাদ্দামের বাড়ি উপজেলার হাড়িয়া গ্রামে। তার পিতার নাম সাখাওয়াত হোসেন। সাদ্দামের স্ত্রী ফাতেমা খাতুনের (২৫) বাড়ি মনিরামপুর উপজেলার দিঘিরপাড় গ্রামে। তার পিতার নাম কওসার আলী মোড়ল। বছর পাঁচেক আগে সাদ্দামের সাথে ফাতেমার বিয়ে হয়। সংসার জীবনে তাদের দুই বছর বয়সী একটি সন্তান রয়েছে।
নির্যাতনের শিকার ফাতেমা খাতুন বলেন, বিয়ের পর স্বামী সাদ্দাম যৌতুকের দাবিতে বহুবার মারপিট করেছেন। নির্যাতনের পাশাপাশি একবার তালাক দিয়েছিলেন। পরে আবার তিন লাখ টাকা কাবিনের মাধ্যমে বিয়ে করেন।
শিওরদাহ পুলিশ ফাঁড়ির এসআই এজাজুর রহমান বলেন, সাদ্দাম হোসেন এলাকায় মাদকসেবী ও বদরাগী হিসেবে পরিচিত।
ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আটক সাদ্দাম হোসেন যৌতুকের দাবিতে স্ত্রী ফতেমা খাতুনকে প্রায়ই মারপিট করেন বলে জানা গেছে। মঙ্গলবার স্ত্রীকে মারপিটের সময় মাথার চুল কেটে দেন। এ ঘটনা জেনে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে ঘটনা জানায়। তখন পুলিশ টিম গিয়ে সাদ্দামকে বাড়ি থেকে আটক করে। গৃহবধু ফতেমা খাতুনের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় ঝিকরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।










