করোনাভাইরাস সন্দেহে বাংলাদেশি নারী কলকাতার হাসপাতালে

অনলাইন ডেস্ক : নভেল করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এবার কলকাতার সরকারি বেলেঘাটা ইনফেকশাস ডিজিজ (আইডি) হাসপাতালে ভর্তি করা হল এক বাংলাদেশি নারীকে। শ্বাসকষ্ট, উচ্চতাপমাত্রাসহ একাধিক উপসর্গ নিয়ে ওই নাগরিককে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

বাংলাদেশি ওই নারীর শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ার কারণে দ্রুততার সাথে তাকে আইসোলেশন ওয়ার্ডে প্রেরণ করা হয়েছে এবং ক্রিটিক্যাল কেয়ার সাপোর্ট দেওয়া শুরু হয়েছে। তার লালারসসহ অন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার জন্য তা পাঠানো হয়েছে কলকাতার ন্যাশনাল ইন্সিটিউট অব কলেরা এন্ড এন্ট্রিক ডিজিজ (নাইসেড)-এ।
জানা গেছে, গত বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম থেকে ওই বাংলাদেশি ওই নারী রিজেন্ট এয়ারওয়েজের বিমানে কলকাতায় পৌঁছায়। এরপর বিমানবন্দরেই তার শারীরিক পরীক্ষা করা হয়। সেখানেই তার শরীরে ‘কোভিড-১৯’-এর বেশকিছু উপসর্গ যেমন- জ্বর ও কাশি পাওয়া যায়। ওই নারীর স্বামী সম্প্রতি দুবাই থেকে ফিরেছেন। করোনাভাইরাস আতঙ্কে এইমুহুর্তে বেলেঘাটা হাসপাতালে ভর্তি রয়েছেন সাতজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *