কুমারখালী প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে কাব ক্যাম্পুরী -২০১৯ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মাঠে সোমবার সকাল সাড়ে ৯টায় দিনব্যাপী বাংলাদেশ স্কাউটস, কুমারখালী উপজেলা শাখার আয়োজনে জাতীয় পতাকা ও স্কাউটস পতাকা উত্তেলনের মধ্যদিয়ে “কাবিং করি জীবন গড়ি” এই শ্লোগানে অনুষ্ঠিত কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস কুমারখালী উপজেলা শাখার সভাপতি রাজীবুল ইসলাম খান।
বাংলাদেশ স্কাউটস কুমারখালী উপজেলা শাখার কমিশনার আব্দুর রহিম খানের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বাংলাদেশ স্কাউটস কুমারখালী উপজেলা শাখার সদস্য আলহাজ্ব আব্দুর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার ও বাংলাদেশ স্কাউটস কুমারখালী উপজেলা শাখার সদস্য মোঃ জালাল উদ্দিন, বাংলাদেশ স্কাউটস কুমারখালী জেলা শাখার লিডার ট্রেনার শফিকুল ইসলাম বাচ্চু, বাংলাদেশ স্কাউটস কুমারখালী উপজেলা শাখার সম্পাদক এবিএম বদিউজ্জামান পলাশ, সাবেক সম্পাদক মোঃ সোলায়মান বিশ্বাস, উপজেলা কাব লিডার ফেরদৌসী বেগম প্রমুখ বিশেষ অতিথির বক্তব্য দেন। সাবেক উপজেলা কাব লিডার আকবর হোসেন প্রামানিকের সঞ্চালনায় কাব ফার্নিভাল, কাব ফেয়ার ও কাব অভিযানে কাব লিডার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক/সহকারী শিক্ষক এবং ক্ষুদে শিক্ষার্থীরা কাব ক্যাম্পুরীতে অংশ নেয়।












