করোনা : কেরানীগঞ্জের ৫ ইউনিয়ন সম্পূর্ণ লকডাউন, জারি হল ৯ নির্দেশনা

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কেরানীগঞ্জের জিনজিরা, আগানগর, শুভাঢ্যা, কালিন্দী এবং শাক্তা ইউনিয়ন সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পাঁচটি ইউনিয়ন থেকে কেউ বের হতে কিংবা ভেতরে প্রবেশ করতে পারবে না।
এদিকে, এই লকডাউনের সময় এলাকাবাসীর জন্য অবশ্যপালনীয় ৯টি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাগুলো হল:-
১) কাঁচা বাজার এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান সকাল ১০টার পর বন্ধ থাকবে।
২) ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে।
৩) খাদ্য সামগ্রী ওয়ার্ড কমিটির মাধ্যমে বিতরণ করা হবে।
৪) ওয়ার্ড কমিটির সদস্যরাও নির্ধারিত সীমানার বাইরে যেতে পারবেন না।
৫) জরুরি সেবা এর আওতামুক্ত থাকবে, তবে জরুরি সেবার জন্য সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারকে অবহিত করতে হবে।
৬) নৌ-ঘাট সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
৭) সংশ্লিষ্ট ইউনিয়নের সকল প্রকার কল-কারখানা, মিল/ফ্যাক্টরি সম্পূর্ণ বন্ধ থাকবে, এর ব্যত্যয় ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
৮) নামাজের জন্য ইসলামিক ফাউন্ডেশনের জারিকৃত নির্দেশনা মেনে চলতে হবে।
৯) সকল ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *