কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় নতুন করে করোনায় ৩৫ আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১,২৭১।
কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ২২১ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়ার ৮৪ টি, মেহেরপুরের ১০ টি , নড়াইলের ৭৫ টি এবং ঝিনাইদহের ৫২ টি নমুনা ছিল।
কুষ্টিয়া জেলায় আজ নতুন করে ৩৫ জনকে ”করোনা পজিটিভ” বলে সনাক্ত করা হয়েছে । ঝিনাইদহ জেলায় ১৮ জন , নড়াইল জেলায় ২৭ জন ও মেহেরপুর জেলায় ২ জন নতুন রোগী সনাক্ত হয়েছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়া জেলার মিরপুরে ১ জন, , সদরে ৩২ জন্, কুমারখালীতে ১ জন, খোকসায় ১ জন ।
নতুন আক্রান্তের মধ্যে পুরুষ ২২ জন, মহিলা ১৩ জন।
কুষ্টিয়ায় এখন পর্যন্ত ১২৭১ জন কোভিড রোগী সনাক্ত হল। (বহিরাগত বাদে)।
★ উপজেলা ভিত্তিক রোগী সনাক্ত
দৌলতপুর ১৪৬, ভেড়ামারা ১০০, মিরপুর ৬৭, সদর ৭৩৫, কুমারখালী ১৮৪, খোকসা ৩৯
★পুরুষ রোগী ৯২১ জন, নারী ৩৫০ জন
★সুস্থ হয়েছেন মোট ৭৬৬ জন
(দৌলতপুর ৯৮, ভেড়ামারা ৮৮, মিরপুর ৪৬, সদর ৪২৮, কুমারখালী ৮২, খোকসা ২৪)
★বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৪২৯ জন।
★হাসপাতালে চিকিৎসাধীন ৪৮ জন।
★মৃত – ২৮ জন (কুমারখালী -৪, দৌলতপুর-২, ভেড়ামারা-১, কুষ্টিয়া সদর-২১ )। কুষ্টিয়া সদরের জগতিতে ৫৭ বছর বয়স্ক ১ জন পুরুষ রোগী কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।
মৃত পুরুষ ২৪জন, মহিলা ৪ জন।
কুষ্টিয়া জেলায় এ পর্যন্ত সন্দেহ জনক রোগীর নমুনা প্রেরন ৮৭৮০ টি, ল্যাবরিপোর্ট প্রপ্তি ৮৩৩২ টি ,১২৭১ টি পজিটিভ এবং ৭০৬১ টি নেগেটিভ।