শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়া উপজেলার আরো চারজন, ভেদরগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো দুজন এবং জাজিরা উপজেলার একজনসহ মোট সাতজনের পরীক্ষার ফলাফল কভিড-১৯ পজিটিভ এসেছে।
আক্রান্তদের মধ্যে চারজন নারী এবং তিনজন পুরুষ, ১৭ থেকে ২৫ বছর বয়সের পাঁচজন এবং ৩৫ থেকে ৪৫ বছর বয়সের দুজন। এ নিয়ে বর্তমানে শরীয়তপুর জেলায় কভিড-১৯ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বিশ (২০) জন।
শরীয়তপুর জেলা স্বাস্থ্য প্রশাসনের মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. আবদুর রশিদ শনিবার রাত সাড়ে ১১টায় এ খবর নিশ্চিত করেছেন।