অনলাইন ডেস্ক :
করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে ইতালিতে। গত ২৯ এপ্রিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। তবে এই তিন দেশে অবস্থানরত ইতালির স্থায়ী নাগরিকরা এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।
নিষেধাজ্ঞা বাড়ার কারণে আগামী ১৫ মে পর্যন্ত কোন বাংলাদেশি ইতালিতে প্রবেশ করতে পারবে না। এর আগে ১২ মে পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়।
সম্প্রতি বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে যারা ইতালি ফিরেছেন তাদের নির্দিষ্ট হোটেলে ১০ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের পর্যবেক্ষণ করবেন স্বাস্থ্যকর্মীরা।
সূত্র: দ্য লোকাল