ভারতে অর্ধ লাখ ছাড়াল করোনা আক্রান্ত

অনলাইন ডেস্ক : অর্ধ লাখ ছাড়াল ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এর মধ্যে গত তিনদিনে আক্রান্ত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ।

বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশে বর্তমানে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা ৫০ হাজার ৫৪৫; যাদের বেশিরভাগই মহরাষ্ট্র প্রদেশের।
এছাড়া দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজারের বেশি মানুষ এবং মারা গেছেন ১ হাজার ৭০৪ জন।

শুধুমাত্র মহারাষ্ট্রেই করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৭৫৮ জন; যার মধ্যে বুধবারই শনাক্ত হয়েছেন এক হাজার ২৩৩ জন। ভারতের বাণিজ্যিক রাজধানীখ্যাত মহারাষ্ট্রের মুম্বাইয়ে পাওয়া গেছে ১০ হাজার ৭১৪ রােগী।

দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ ঘটেছে গুজরাটে; এই প্রদেশে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ২০০ জনের বেশি। এরপরই আছে রাজধানী নয়াদিল্লি; সেখানে আক্রান্ত হয়েছেন ৫ হাজারের বেশি। সংক্রমণে দিল্লির পর আছে তামিলনাডু; দেশটির দক্ষিণাঞ্চলীয় এই প্রদেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজারের বশি মানুষ।

ভারতে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৩০ জানুয়ারি; এই রোগী পাওয়া যায় কেরালা প্রদেশে। ভারতের প্রথম এই রোগী চীনের উহানের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দেশে ফেরার পর করোনায় আক্রান্ত হন তিনি। সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *