‘ভারতে ভয়াবহ অবনতির দিকে করোনা পরিস্থিতি, ২৪ ঘণ্টায় আক্রান্তের নতুন রেকর্ড’

অনলাইন ডেস্ক : ভারতে সর্বাধিক হারে ছড়াচ্ছে করোনাভাইরাস সংক্রমণ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হলেন ৭ হাজার ৪৬৬ জন। এতে দেশটিতে মোট সংক্রামিত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ৬৫ হাজার ৭৯৯ জন।

মোট আক্রান্তের মধ্যে সেরে উঠেছেন ৭১ হাজার ১০৬ জন মানুষ। মৃত্যু হয়েছে ৪ হাজার ৭০৬ জনের।
আমেরিকার জন হপকিন্স ইউনিভারসসিটির তথ্য বলছে, করোনায় মৃত্যুর বিচারে চীনকেও পিছনে ফেলেছে ভারত। আক্রান্ত হয়েছেন চিনের থেকে প্রায় দ্বিগুণ সংখ্যার মানুষ।

২০১৯ এর ডিসেম্বরে চিনের উহানে শুরু হয়েছিল করোনা সংক্রমণ। এরপর সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাস। সারা বিশ্বে ৫৯ লক্ষেরও বেশি মানুষ এই রোগের কবলে পড়েছেন। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা সাড়ে ৩ লাখেরও বেশি। তবে গত কয়েকদিনে চিনে নতুন আক্রান্তের সংখ্যা অনেকটাই কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *