কুষ্টিয়ায় নতুন করে ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত, মোট সনাক্ত ২৭৫ জন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেলায় নতুন করে আরও ২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।  এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা (বহিরাগত বাদে) দাঁড়ালো ২৭৫ জনে। এ পর্যন্ত মারা গেছেন ২ জন। এর মধ্যে মোট সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৭০ জন।

বুধবার রাতে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের প্রাপ্ত তথ্য মতে, আজ জেলার ১২৩টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে বাইশটি নমুনা পজেটিভ আসে।

সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, নতুন আক্রান্তের মধ্যে দৌলতপুর উপজেলাতে ৬ জন, কুষ্টিয়া সদর উপজেলায় ৮ জন, খোকসা উপজেলাতে ১ জন, কুমারখালীতে ৬ জন, মিরপুরে ১ জন। এই নিয়ে কুষ্টিয়ায় এখন পর্যন্ত ২৭৫ জন কোভিড রোগী শনাক্ত হলো (বহিরাগত বাদে)।

এর মধ্যে দৌলতপুর উপজেলায় ৪০ জন, ভেড়ামারা উপজেলায় ৪০ জন, মিরপুর উপজেলায় ২১ জন, সদর উপজেলায় ১২১ জন, কুমারখালী উপজেলায় ৩৯ জন ও খোকসা উপজেলায় ১৪ জন। এদের মধ্যে পুরুষ রোগী ২০৮ জন ও নারী ৬৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *