অনলাইন ডেস্ক : ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৫২২ মানুষ। এই সময়ে মৃত্যু হয়েছে ৩২৪ জনের।
অন্যদিকে এই নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৮ হাজার ৯৫৩। এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ১ লাখ ৯৭ হাজার ৩৮৭টি। সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৯৫ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১৫ হাজার ৬৮৫ জনের।
ভারতের মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থা মহারাষ্ট্রের। সেখানে আক্রান্ত হয়েছে ১ লাখ ৫২ হাজারের বেশি মানুষ। মহারাষ্ট্রে শেষ ২৪ ঘণ্টা করোনায় মৃত্যু হয়েছে ১৭৫ জনের।
অন্যদিকে দিল্লিতেও পরিস্থিতি এখনও সংকটপূর্ণ। শেষ ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪৬০ জন। যার ফলে ওই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গেছে ৭৭ হাজারে।