বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু ২ লাখ ৮০ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে করোনাভাইরাসে ২ লাখ ৮০ হাজার ছাড়াল প্রাণহানি। ছোঁয়াচে এ ভাইরাসে সংক্রমিত ৪১ লাখের বেশি মানুষ।

গত ২৪ ঘণ্টায় গোটা বিশ্বে মারা গেছেন ৪ হাজার ২৪৮ জন। নতুনভাবে ৯০ হাজার মানুষর শরীরে মিলেছে কোভিড-১৯ এর উপস্থিতি।
একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রেই ছোঁয়াচে ভাইরাসটিতে ৮০ হাজার ছাড়াল মৃত্যু। দেশটিতে আক্রান্ত সাড়ে ১৩ লাখের মতো মানুষ।

নতুন হটস্পট রাশিয়ায় একদিনে ১০ হাজারের বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস; মারা গেছেন ১০৪ জন। অপর হটস্পট ব্রাজিলে ১০ হাজার ছাড়াল প্রাণহানি, দেড় লাখের বেশি আক্রান্ত।

তবে, ইউরোপের দেশগুলোতে লক্ষ্যণীয়ভাবে কমেছে মৃত্যুহার আর নতুনভাবে সংক্রমণের গতি। গোটা বিশ্বে প্রাণঘাতী ভাইরাসটির প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ১৪ লাখ ৪০ হাজারের মতো মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *