অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এবার সেই প্রাণঘাতী ভাইরাসের উৎস সম্পর্কে তদন্ত করতে চীনের পথে রওনা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি অগ্রগামী তদন্ত দল। শুক্রবার সংস্থার এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
এক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র মারগারেট হ্যারিস জানিয়েছেন, এই তদন্ত দলে দুজন বিশেষজ্ঞ রয়েছেন। এদের এক জন প্রাণি বিজ্ঞান এবং অন্যজন মহামারি বিশেষজ্ঞ। তারা নোভেল করোনাভাইরাসের উৎস সন্ধানে চীনা বিজ্ঞানীদের সঙ্গে কাজ করবেন।মুখপাত্র বলেন, ‘তারা চলে গেছেন, তারা এখন আকাশপথে রয়েছেন, বিস্তৃতি নিয়ে কাজ করার জন্য তারা অগ্রগামী দল।