রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে নতুন করে আরও ৬৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৭ জনে। রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন মো. নূরুল ইসলাম বলেন, গত ৭ জুলাই করোনা উপসর্গ নিয়ে ৬৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছিলো। শুক্রবার বিকেলে আরো ৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা যায়।তিনি বলেন, রাজবাড়ীতে এখন পর্যন্ত ৬৮৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন।