কুষ্টিয়া প্রতিনিধি: ‘শৃঙ্খলাই জীবন’ এই স্লোগানে কুষ্টিয়ায় ডায়াবেটিস সচেতনতা দিবস পালন করেছে জেলা ডায়াবেটিক সমিতি। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়া মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতাল চত্বরে ডায়াবেটিক রোগীদের সাথে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত।
কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে মোবাইল কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপেদেষ্ঠা ড. এস এ মালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক ড. আমানুর আমান।
এসময় বক্তারা উপস্থিত ডায়াবেটিস রোগীদের ‘শৃঙ্খলার মাধ্যমে থেকে কিভাবে ডায়াবেটিক রোগ নিয়ন্ত্রনে রাখা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।