চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় নতুন করে আরও ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার রাতে আসা করোনা প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার জেলার নতুন ৬৬ জনের করোনা পরীক্ষার ফলফল এসেছে। এদের মধ্যে ২০ জনের করোনা পজিটিভ আছে। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ওয়াপদাপাড়ার একজন, আকন্দবাড়িয়ার দুইজন, সোনালী ব্যাংকের একজন, বিআরটিএ অফিসের একজন, ডিঙ্গেদহের একজন, ফেরীঘাট রোডের দুইজন, থানা কাউন্সিলপাড়ার একজন, রেলপাড়ার একজন, বলদিয়া গ্রামের একজন, কানাপুকুরপাড়ার একজন, ছয়ঘরিয়া গ্রামের একজন, বনানীপাড়ার একজন, ফার্মপাড়ার একজন, বঙ্গজপাড়ার একজন, গোরস্তানপাড়ার একজন রয়েছেন। এছাড়া দামুড়হুদা উপজেলার লোকনাথপুরের দুইজন এবং চন্ডীপুরের একজন আছেন।
প্রসঙ্গত, শুক্রবার করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া চুয়াডাঙ্গা ফেরীঘাট রোডের খাদিজা খাতুনের প্রতিবেদনে করোনা পজেটিভ এসেছে।