রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে নতুন করে আরও ৩৭ জন করোনা আক্রান্তে মধ্যে দিয়ে হাজার ছাড়াল করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। বৃহস্পতিবার দুপুরে নতুন করে ৩৭ জনে আক্রান্তের মধ্য দিয়ে রাজবাড়ীতে মোট আক্রান্তের রোগীর সংখ্যা ১০০৮জনে পৌছায়।
দুপুরে রাজবাড়ী সিভিল সার্জন ডা. নূরুল ইসলাম বলেন, গত ২০ জুলাই (সোমবার) রাজবাড়ী থেকে করোনা উপসর্গ নিয়ে ৭৪জনের নমুনা ঢাকায় প্রেরণ করা হলে বৃহস্পতিবার দুপুরে ৩৭জন নতুন করে আক্রান্ত হয়। নতুন আক্রান্তদের মধ্যে রাজাবড়ী সদর উপজেলায় ১৮জন, পাংশা উপজেলায় ৩জন, কালুখালী উপজেলায় ৪জন, বালিয়াকান্দি উপজেলায় ১১জন এবং গোয়ালন্দ উপজেলায় ১জন আক্রান্ত হয়েছে।
তিনি আরো বলেন রাজবাড়ীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯জন মৃত্যুবরণ করেছে এবং ৫৫১জন সুস্থ্য হয়েছে। বাকী আক্রান্ত ব্যক্তিরা হোম আইসোলেশনসহ হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে।