করোনাভাইরাস : ভারতে একদিনে ৫২ হাজার শনাক্ত, ১৮ লাখ ছাড়াল আক্রান্তের সংখ্যা

অনলাইন ডেস্ক : ভারতে একদিন আগেই ১৭ লাখ ছাড়াল আজ আবার ১৮ লাখ। করোনা যেন রেস লড়ছে। গত ২৪ ঘণ্টায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৯৭২ জন।

ভারতে এখন মোট করোনা আক্রান্তর সংখ্যা ১৮ লাখ ৩ হাজার ৬৯৫। দেশটির হেভিওয়েট নেতাদেরও করোনায় আক্রান্ত ও মৃত্যুর খবর মিলেছে গত ২৪ ঘণ্টায়। আক্রান্ত হয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল সকালে প্রাণ হারিয়েছেন যোগী মন্ত্রিসভার কমল রানি বরুন।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ৭৭১ জন। দেশে এ পর্যন্ত করোনার বলি ৩৮ হাজার ১৩৫। মোট সুস্থ হয়ে উঠেছেন ১১ লাখ ৮৬ হাজারেরও বেশি করোনা রোগী। এখন সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৫ লাখ ৭৯ হাজার ৩৫৭। সুস্থতার হার ৬৫.৭৬ শতাংশ।

মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্ত ৪ লাখ ৪১ হাজার ২২৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৭৬ হাজার ৮০৯ জন। ঠাকরেরগড়ে এ পর্যন্ত করোনার মৃত্যু ১৫ হাজার ৫৭৬। এখন সে রাজ্যে সক্রিয় করোনা রোগী ১ লাখ ৪৮ হাজার ৮৪৩।

করোনায় বিধ্বস্ত তামিলনাড়ুও। সে রাজ্যে মোট করোনা আক্রান্ত ২ লাখ ৫৭ হাজার ৬১৩ জন। কোভিড যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৬ হাজার ৪৮৩ জন। মোট প্রাণ হারিয়েছেন ৪ হাজার ১৩২ জন। সক্রিয় করোনা আক্রান্ত ৫৬ হাজার ৯৯৮।

তৃতীয় স্থানে অন্ধ্র প্রদেশ। সেখানে মোট করোনা আক্রান্তর সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ৭৬৪। সক্রিয় করোনা রোগী ৭৪ হাজার ৪০৪। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮২ হাজার ৮৮৬। মোট প্রাণ হারিয়েছেন ১ হাজার ৪৭৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *