টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ২৬ জন

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে নতুন করে আরও এক মহিলা করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তিনি একজন নারী (১৮)। তিনি উপজেলার হাদিরা ইউনিয়নের পূর্ব পাড়ার গ্রামের বাসিন্দা। টাঙ্গাইলের সিভিল সার্জন কার্যালয় শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। কার্যালয় জানায়, শুক্রবার ৮১টি নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে ১টি পজেটিভ হয়।

এ বিষয়ে গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী বলেন, এই মহিলা গাজীপুরে থাকতেন। তিনি গত ১৮ এপ্রিল বাড়িতে আসে। তখন থেকেই তিনি গা ঢাকা দিয়ে ছিলেন। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে ৩০ এপ্রিল নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয় পরীক্ষার জন্য। শনিবার সকালে তার রিপোর্টটি পাই।
বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে তারা ওই এলাকার ১০ বাড়ি লকডাউন করে দেয়। তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ সময় তিনি আরো জানান, আক্রান্তকে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও তাকে লেবু, কালো জিরা, মধু, আদা পাঠিয়ে তা ব্যবহারের পদ্ধতি ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *