অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখার ধারাবাহিকতা রক্ষায় সংসদ বাংলাদেশ টেলিভিশনের পাশাপাশি বাংলাদেশ বেতারেও ‘ঘরে বসে শিখি’ সম্প্রচারের ব্যবস্থা করেছে সরকার।
আগামী ১২ আগস্ট থেকে পাঠদান সম্প্রচারের এ কার্যক্রম শুরু হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ সম্প্রচার কার্যক্রম উদ্বোধন করবেন।
জানা গেছে, বাংলাদেশ বেতার এবং ১৬টি কমিউনিটি রেডিওর মাধ্যমে সারাদেশে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে ৪টা ৫৫ মিনিট পর্যন্ত প্রাথমিক শিক্ষার পাঠদান সম্প্রচার করা হবে। রেডিও ও মোবাইল ফোনের রেডিও অপশনের মাধ্যমেও এ পাঠ সম্প্রচারের অনুষ্ঠান শোনা যাবে।
এ ক্ষেত্রে ঢাকায় এফএম ১০৬, চট্টগ্রামে ৮৮ দশমিক ৮, রাজশাহীতে ১০৪, রংপুরে ৮৮ দশমিক ৮, বরিশালে ১০৫ দশমিক ২, খুলনায় ১০২, সিলেটে এফএম ৮৮ দশমিক ৮, ঠাঁকুরগাওয়ে ৯২, কুমিল্লায় ১০৩ দশমিক ৬, রাঙ্গামাটিতে ১০৩ দশমিক ২, বান্দরবানে ১০৪ ও কক্সবাজারে এফএম ১০০ দশমিক ৪ ব্যান্ডউইথ ব্যবহার করতে হবে।