অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন দুই হাজার ৯০৫ জন। এ নিয়ে মঙ্গলবার (১১ আগস্ট) সকাল পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ হাজার ৪৫৯ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মৃত্যু হয়েছে ৪১ জনের। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত্যু বেড়ে হয়েছে দুই হাজার ১০০ জন।
অন্যদিকে করোনাকে হারিয়ে একদিনে সুস্থ হয়েছেন তিন হাজার ২০৮ জন। পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৭০ হাজার ৩২৮ জন।